নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
গত ৫ জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র আট দিন মহাকাশ স্টেশনে থাকার কথা থাকলেও নিজেদের মহাকাশযান ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ার পাশাপাশি ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ায় প্রায় আট মাস ধরে পৃথিবীতে ফিরতে পারছেন না তাঁরা। আর তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে দ্রুত মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘স্পেসএক্স শিগগিরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কয়েক মাস ধরে আটকে থাকা দুই মার্কিন নভোচারীকে ফিরিয়ে আনার একটি মিশন শুরু করবে। ইলন শিগগিরই তার জন্য কাজ করবে। আশা করি, সবাই নিরাপদে থাকবে। শুভকামনা ইলন!!!’ যদিও মিশনটি কবে নাগাদ শুরু হবে, তা উল্লেখ করেননি ট্রাম্প।
মহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনার বিষয়ে ইলন মাস্ক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব দুই বোয়িং স্টারলাইনার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে বলেছেন। তাঁরা ২০২৪ সালের জুন থেকে মহাকাশ স্টেশনে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দুই নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এত দিন অসহায় অবস্থায় রেখেছে। এটি ভয়ংকর বিষয়।
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক মহাকাশে দুই নভোচারী আটকে রয়েছেন বলে জানালেও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে ভিন্ন কথা। নাসার ভাষ্যে, নভোচারীরা সেখানে সুস্থ আছেন। তাঁরা বিভিন্ন কাজ করছেন। উভয় মহাকাশচারীকে ফিরিয়ে আনার জন্য নাসা ইতিমধ্যেই স্পেসএক্সের ক্রু ৯ মিশন পরিচালনার জন্য কাজ শুরু করেছে।
Posted ৩:৪৯ পিএম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।