মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মটোরোলা এজ ৩০ ফিউশনে শক্তিশালী প্রসেসরসহ যা থাকছে

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   120 বার পঠিত

হাই বাজেটের অত্যাধুনিক ফিচারে চলতি মাসে বাজারে আসতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলার স্মার্টফোন এজ ৩০ ফিউশন।  এই ফোনে থাকবে শক্তিশালী প্রসেসরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটির কিছু তথ্য অনলাইনে ফাঁস করেছেন এক চিপস্টার।

জানা যাচ্ছে, মটোরোলা এজ ৩০ ফিউশনে থাকবে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮প্লাস অক্টাকোর প্রসেসর। ৬.৫৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের ফোনটির রেজুলেশন হবে ১০৮০ বাই ২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। হাত থেকে ফোনটি পড়ে গেলেও যাতে ডিসপ্লের ক্ষতি না হয় তার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস ৫।

৮ জিবি র‍্যামের এই ফোনে থাকে ১২৮ জিবি স্টোরেজ। ফাইভজি কানেক্টিভিটির ফোনে থাকছে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১২।

মটোরোলা নতুন ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরার পাশাপাশি থাকবে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা।

এছাড়াও থাকবে এলইডি ফ্ল্যাশ। সেলফপ্রেমীদের জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। দুই দিকের ক্যামেরাতেই এইচডিআর, প্যানোরামা, এলইডি ফ্ল্যাশ এবং ফোরকে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকবে।

ফোনটিতে আরও থাকবে ইউএসবি, টিজি, টাইপ সি পোর্ট, পোর্ট ২.০, ব্লুটুথ ৫.২ এবং ওয়াইফাই ৬ সুবিধা। ফোনটির বাজার মূল্য হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।