নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত

দক্ষিণ ভেনেজুয়েলার এল কালাও পৌরসভায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
জরুরি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘কাজের প্রথম ধাপ হলো ওই এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো, এরপর উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা হবে।’
Posted ৫:২২ পিএম | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।