| মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 16 বার পঠিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ ফুল হাতে, কালো ব্যাজ ধারণ করে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। একুশের প্রথম প্রহর থেকে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সবাই আজ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সকাল ৯টার দিকে পলাশী মোড় থেকে দীর্ঘ সারি। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকা লোকে লোকারণ্য।
সকাল সাড়ে ৮টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাদের অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচর্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
একই সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ। এ সময় সব ওয়ার্ড ও থানা কমিটি পৃথক ব্যানারে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। তাদের নেতৃত্ব দেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এদিকে, শৃঙ্খলার সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ পরপর মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। পাশাপাশি শহীদ মিনারের পবিত্রতা যেন নষ্ট না হয়, সেজন্য কাজ করছেন স্কাউট সদস্যরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরো এলাকায়। শহীদ মিনারে প্রবেশের আগে চারটি নিরাপত্তা তল্লাশি বসানো হয়েছে। সেখানে নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Posted ৫:০২ এএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।