মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভালোবাসা দিবস উপলক্ষে আবারও বড় পর্দায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

  |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   24 বার পঠিত

ভালোবাসা দিবস উপলক্ষে আবারও বড় পর্দায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভারতের ৩৭টি শহরে মুক্তি দেওয়া হবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে হায়েঙ্গে’ সিনেমাটি। সর্বকালের অন্যতম সেরা ব্লকবাস্টার এই সিনেমা নিয়ে এখনও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে। বৃহস্পতিবার সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মোট ৩৭টি শহরে ’দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমামুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মুম্বাই, পুনে, আগমেদাবাদ, সুরাট, ভাদোদরা, গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ, নয়ডা, দেরাদুন, ‍দিল্লি, চন্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর এবং ত্রিভান্দ্রম।

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুন প্রশংসিত হয়েছে যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ ‍হিসেবে মুক্তি পাওয়া সিনেমাটি। পাশাপাশি ভারত এবং বিশ্বব্যাপী আকাশছোঁয়া সাফল্যও পেয়েছে অ্যাকশনধর্মী এ সিনেমাটি। শাহরুখ ভক্তরা চাইলে এখন একসঙ্গে দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে উপভোগ করতে পারেন।

যশরাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট পরিবেশক রোহন মালহোত্রা বলেন, “ভারতীয় সিনেমার ইতিহাসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সবচেয়ে বেশি সময় ধরে চলা সিনেমা। রোমান্টিক সব সিনেমার মধ্যে এটি অন্যতম। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোমান্টিক সিনেমা বলতে এটিকে মেনেছে।”

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।