| শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট | 65 বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোতে আগুন ধরে গেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৫ জন নিহত হয়। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
Posted ৭:১৯ এএম | শনিবার, ২৪ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।