মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বোহোমের জালে বায়ার্নের গোল উৎসব

  |   রবিবার, ২১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   106 বার পঠিত

চতুর্থ মিনিটে গোলপোস্টের আগল খুলে দিলেন লেরয় সানে। এরপর ৭৬তম মিনিট পর্যন্ত ক্লান্তিহীনভাবে গোলই করে গেল তার সতীর্থরা। বোহোমকে হারিয়ে বুন্ডেসলিগায় আরেকটি বড় জয় তুলে নিল বায়ার্ন মিউনিখ।

প্রতিপক্ষের মাঠে রোববার ৭-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

বায়ার্নের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। একটি করে গোল করেন সানে, মাটিয়াস ডি লিখট, কিংসলে কোমান ও সের্গে জিনাব্রি। অন্য গোলটি আত্মঘাতী।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে বায়ার্ন। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করা ‘বাভারিয়ান’রা পরের ম্যাচে ভল্ফসবুর্গের বিপক্ষে জিতেছিল ২-০ ব্যবধানে।

চতুর্থ মিনিটেই ডান পায়ের শটে বায়ার্নকে এগিয়ে নেন সানে। এরপর কিছুটা সময় বোহোম স্বস্তিতে কাটাতে পেরেছিল, কিন্তু ২৫তম মিনিটে জসুয়া কিমিখের কর্নারে ডি লিখটের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির আগে কোমান ও মানের লক্ষ্যভেদে ম্যাচে চালকের আসনে বসে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে গোল উৎসবের ধারা ধরে রাখে দলটি। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে।

বুন্ডেসলিগায় এ নিয়ে সেনেগালের এই ফরোয়ার্ড তিন ম্যাচে তিন গোল করলেন।

নয় মিনিট পর বোহোমের দুঃস্বপ্ন আরও বাড়ে ক্রিস্তিয়ান গামবোয়ার আত্মঘাতী গোলে। ৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জিনাব্রি।

স্কোরলাইন ৭-০ হওয়ার পর বায়ার্ন খুব একটা আক্রমণে ওঠেনি। ব্যবধান কমানোর একটু-আধটু চেষ্টা করলেও সফল হয়নি বোহোম।

এ নিয়ে তিন ম্যাচের সবগুলোতেই হারল বোহোম। তিন রাউন্ড শেষে তাদের মতো কেবল বেয়ার লেভারকুজেন পয়েন্টের খাতা খুলতে পারেনি। তবে গোল বেশি হজম করায় তলানিতে আছে বোহোমই।

Facebook Comments Box

Posted ৬:২৪ পিএম | রবিবার, ২১ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।