| সোমবার, ২৬ জুন ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর এ বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বছর না ঘুরতেই এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বি-টাউন থেকে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, কিয়ারা-কার্তিকের পরবর্তী সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। সিনেমার প্রচারে ভারতের নানা শহরে ছুটছেন তারা। তারই অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন কিয়ারা-কার্তিক। সেখানে কিয়ারার সঙ্গে সিদ্ধার্থকেও উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরাবন্দি হন তারা। আর এ মুহূর্তের ছবিকে কেন্দ্র করে গুঞ্জন উড়ছে, কিয়ারা অন্তঃসত্ত্বা।
ছবিতে দেখা যায়, রাজস্থানি হাতের কাজের ব্লেজার ও প্যান্ট পরেছেন কিয়ারা। এ সময় তার পেটের সামান্য অংশ বের হয়ে থাকে; যা গর্ভবতী নারীদের মতো ফুলে থাকতে দেখা যায়। এরপরই শুরু হয় গুঞ্জন। এরপর নেটিজেনদের অনেকেই এটিকে বেবি বাম্প বলে মন্তব্য করতে শুরু করেন।
‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালাবদল করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৯ এএম | সোমবার, ২৬ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।