| বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ লাখ ৩৩ হাজার ৫৭২ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৩৮৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ১৯১ জন।
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।
আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জনের মৃত্যু হয়েছে জার্মানিতে। এরপরই আছে মেক্সিকো, সেখানে ৮৫ জনের মৃত্যু হয়েছে।
Posted ৭:৩৪ এএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।