রবিবার ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিয়ে ও সম্পর্ক নিয়ে যা বললেন জয়া

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

বিয়ে ও সম্পর্ক নিয়ে যা বললেন জয়া

তিন দশকের বেশি সময় ধরে মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন জয়া আহসান। শুধু বাংলাদেশের নয়, ভারতের কলকাতার সিনেমাতেও তিনি এখন পরিচিত ও সম্মানিত এক নাম। ‘আবর্ত’ ছবির মাধ্যমে এক যুগ আগে টালিউডে অভিষেক হওয়ার পর থেকে নিয়মিত কাজ করছেন সেখানে। এবার ঈদে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। অন্যদিকে ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ ছাড়াও ব্যক্তিজীবনের নানা দিক, বিশেষ করে বিয়ে ও পুরনো সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই নন্দিত অভিনেত্রী।

বিয়ের প্রসঙ্গে জয়া বলেন, ‘বিয়ে তো যেন “ওল্ড স্কুল”। যা–ই হোক, এই জিনিসগুলো আসবে। আবার ঘুরে আসবে। তবে পৃথিবীতে যত রকম মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই কোনো সম্পর্কের সঙ্গে মেলে না। আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্কও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সেই সম্পর্কগুলো নিয়েই আজকের আমি। সব ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ভুলটুকুও তো আমার! সেটা মেনে সামনের দিকে চলা।’

সম্পর্কের বর্তমান বাস্তবতা নিয়েও মত দিয়েছেন তিনি। বলেন, ‘এখন তো কেউ রিলেশনশিপে যায়ই না! এখন ‘সিচুয়েশনশিপ’, না-জানা কত কিছু! ভাবনাগুলোতে সবই আছে, কিন্তু সম্পর্কটাই নেই।’

এর আগে একা থাকার পরিকল্পনা প্রশ্নে জয়া উত্তরে বলেছিলেন, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এ মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।’

তার আগে ভারতীয় সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন জয়া। সে সময় জয়ার ভাষ্য ছিল, ‘উত্থান-পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো। সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই। সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে। এমনকি ফোকাস থেকেও সরে যায়। কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে। যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরে যাইনি। আমি আমার এই যাত্রাকে ভালোবাসি। এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন, আমি কাজকেই সম্মান করি।’

উল্লেখ্য, জয়া আহসান সম্প্রতি অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেছেন, যা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। তার আসন্ন বাংলা ছবি ‘ডিয়ার মা’-এর ট্যাগলাইন—‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’—নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনায় রয়েছে।

Facebook Comments Box

Posted ২:৫৬ পিএম | শুক্রবার, ২০ জুন ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।