মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: ওবায়দুল কাদের

  |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   21 বার পঠিত

বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: ওবায়দুল কাদের

বিএনপির হাতে ক্ষমতা দেয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেয়া, একই কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেয়া, একই কথা।

তিনি বলেন, বিএনপির নেতাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ লেগে আছে। তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। যারা দেশে জঙ্গিবাদ কায়েম করেছে, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে? এখনও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেন যে, পাকিস্তান আমল ভালো ছিল। অথচ পাকিস্তানের ২৪২ রুপি সমান ১ ডলার।

Facebook Comments Box

Posted ৪:১৫ এএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।