মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বার্সেলোনার মাটিতে বছরের ‘প্রথম’ হার রিয়াল মাদ্রিদেরq

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

বার্সেলোনার মাটিতে বছরের ‘প্রথম’ হার রিয়াল মাদ্রিদেরq

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘ক্রিপটোনাইট’ই যেন বনে গেছে বার্সেলোনা। দলটার কাছে হেরে সুপার কাপ খুইয়েছে রিয়াল, তার আগে বার্সেলোনার কাছে লিগেও হেরেছে বড় ব্যবধানে। তবে শেষ কিছু দিনে হারের স্বাদটা কেমন তা যেন লা লিগার শীর্ষে থাকা রিয়াল ভুলেই গিয়েছিল। শেষ ছয় ম্যাচে হার ছিল না দলটার। সেই যাত্রাটা শেষ হলো সেই বার্সেলোনার মাটিতেই। 

অন্তিম সময়ের এক গোলে রিয়াল মাদ্রিদ বছরের প্রথম হারের বিস্বাদটা পেল। ১-০ গোলের এই হারটা অবশ্য রিয়াল ঠিক বার্সেলোনার কাছে পায়নি; পেয়েছে বার্সেলোনার মাটিতে, নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের কাছে। আর তাতেই লিগের শীর্ষে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করেছে কোচ কার্লো আনচেলত্তির দল।

নিজেদের মাঠ আরসিডিই স্টেডিয়ামে শুরু থেকে দারুণ চাপ সহ্য করে এস্পানিয়ল গোলটা করে ৮৫তম মিনিটে। দারুণ এক প্রতি আক্রমণে উঠে এসে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দেন কার্লোস রোমেরো।

তার আগে রিয়াল মাদ্রিদের মনে হচ্ছিল লিডটা তারা নিয়েই নিয়েছে প্রথমার্ধে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক বাঁকানো শট গিয়ে আছড়ে পড়ে জালে। তবে ভিএআরে সে গোল বাতিল হয়, কারণ বিল্ড আপে ফাউল করেছিলেন কিলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে রিয়ালকে গোলের খুব কাছে নিয়ে গিয়েছিলেন রদ্রিগো গোয়েজ। দারুণ এক আক্রমণ শেষে তার শটটা শেষমেশ ঠেকান স্বাগতিক গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

এস্পানিয়লকে রিয়াল মাদ্রিদ কী চাপে রেখেছিল, তার প্রমাণ মেলে গার্সিয়ার পরিসংখ্যান দেখে। এস্পানিয়ল গোলরক্ষক এই ম্যাচে ৭টা শট ঠেকিয়েছেন নিদেনপক্ষে। তবে তার দ্বিতীয় সেরা সেভটা এসেছে রদ্রিগোর ওই শট ঠেকানোর কিছু পরই। কিলিয়ান এমবাপের শট এবার তিনি ঠেকান। 

এই ম্যাচে রেফারিং নিয়ে উষ্মা প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপেকে মারাত্মক এক ফাউল করেছিলেন রোমেরো। তবে তাকে স্রেফ হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দেন রেফারি। সেই রোমেরোই ৮৫ মিনিটে রিয়ালের হৃদয় ভাঙেন।

শেষ মুহূর্তে আনচেলত্তির দল গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল রীতিমতো। গোলরক্ষক থিবো কোর্তোয়াও উঠে এসেছিলেন আক্রমণে। তবে তার চেষ্টাকে সফল হতে দেয়নি স্বাগতিকরা। যার ফলে মৌসুমে মাত্র তৃতীয় হারের কবলে পড়ে রিয়াল।

তবে হারের চেয়েও দলটার বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে আন্তনিও রুডিগারের চোট। জার্মান এই ডিফেন্ডার এই ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়েন হ্যামস্ট্রিং চোট নিয়ে। 

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ অবশ্য জয় তুলে নিয়েছে এই রাতে। ঘরের মাঠে মায়োর্কাকে হারিয়েছে ২-০ গোলে। ফলে রিয়াল মাদ্রিদের এক পয়েন্টের দূরত্বে চলে এসেছে দলটা। আগামী শনিবার তারা সান্তিয়াগো বের্নাবিউতে মাদ্রিদ ডার্বির লড়াইয়ে মাঠে নামবে। সে ম্যাচে জিতলে রিয়ালকে টপকে তারা উঠে যেতে পারে লিগের শীর্ষেও। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৮ আর রিয়ালের অর্জন ৪৯ পয়েন্ট। তিনে থাকা বার্সেলোনার ঝুলিতে আছে ৪২ পয়েন্ট, ম্যাচ একটা কম খেলেছে তারা।

Facebook Comments Box

Posted ৪:২৮ এএম | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।