| মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 114 বার পঠিত
২০১৮ সালের আগস্ট মাসে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমা দিতে বলেছে ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার পুলিশের গোয়েন্দা বিভাগ কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে গত ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। ডিবির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নিচে নন, এমন একজন মামলাটির অধিকতর তদন্ত করবেন বলে আদেশে উল্লেখ করেন আদালত।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মো. শহিদুল ইসলাম এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর মো আব্দুল্লাহ আবুর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আবেদনে পিপি জানান, অভিযোগকারীসহ আরও ৫ জন এর আগে আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তাদের মধ্যে ৩ জন আসামি হিসেবে অভিযোগকারী বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেছেন।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে তার নাম অন্তর্ভূক্ত করেননি। এ কারণে হামলার পেছনে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে আরও তদন্ত প্রয়োজন বলে জানান তিনি।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরাসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের ২ সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বাদী হয়ে মামলা করেন।
Posted ২:৫২ পিএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।