সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?

হারলেই হোয়াইটওয়াশ; জিতলে ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচেও আফগানিস্তানকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইবরাহিম জাদরান।

ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৩৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ নবি। তার ব্যাটিং তাণ্ডবেই তিনশর কাছাকাছি চয়ে যায় আফগানিস্তানের স্কোর।

হোয়াইটওয়াশ এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ৩০০ বলে ২৯৪ রান। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে তারুণ্য নির্ভর বাংলাদেশের জয় স্বপ্নে মতো!

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৯০ রানে অলআউট করেও ৩০০ বলে ১৯১ রান করতে পারেনি বাংলাদেশ। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

আগের ম্যাচে ১৯১ রান করতে না পারায়; আজ ২৯৪ রানের পাহাড় ডিঙ্গানো টাইগারদের জন্য স্বপ্নের মতো। তবে ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলে সম্ভব হতেও পারে!

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে আফাগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে এশিয়ার এই উঠতি দলটি।

১৬ ওভারে ৯৯ রানের ওপেনিং জুটি গড়েন ইবরাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করে ফেরেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে সাদিকুল্লাহ অটলকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ইবরাহিম। দলীয় ১৭২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে ২৯ রান করেন সাদিকুল্লাহ।

এরপর মাত্র ২ রানের ব্যবধানে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে ফেরান সাইফ হাসান। দলীয় ১৮৬ রানে রান আউট হয়ে ফেরেন ওপেনার ইবরাহিম জাদরান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৯৫ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছিলেন ইবরাহিম। আজ সিরিজের শেষ ওয়ানডেতেও সেই একই স্কোরে আটকে গেলেন আফগান এই ওপেনার। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন পেস বোলার নাহিদ রানা। তার সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙ্গে গেলে রান আউট হয়ে ফেরেন ইবরাহিম।

এরপর আসা-যাওয়ার মধ্যে ছিলেন ইবরাহিম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোত ও গাঞ্জানফার।

ব্যাটসম্যানদের এমন ছন্দ পতনের দিনে ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান মোহাম্মদ নবি। ২৩ বলে তার সংগ্রহ ছিল মাত্র ১৭ রান। ৪৮ ওভারের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৪৯ রান।

শেষ ১২ বলে মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদকের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৪৪ রান আদায় করে নেন মোহাম্মদ নবি। ২৫ বলে তার সংগ্রহ ছিল ২৪ রান। শেষ ১২ বলে মধ্যে ৬টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে ৩৮ রান আদায় করে নেন।

Facebook Comments Box

Posted ৫:১৯ পিএম | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।