মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র নতুন কমিটি গঠন

মালয়েশিয়া অবস্থানরত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি’র মালোয়েশিয়া প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। আমিনুল ইসলাম রতন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। এসময় চলমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি মোস্তফা ইমরান রাজু। পরে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪), সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান (এনটিভি), সহ-সভাপতি মোঃ আবদুল কাদের (সময় টিভি), সহ-সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪), যুগ্ন-সাধারন সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই)। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) ও বশির ইবনে জাফর (ঢাকা টাইমস)।

এসময় নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বিগত দিনের ন্যায় আগামীতেও সকল সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকতায় দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও আদর্শের জায়গাটি নিশ্চিত করার ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানিয়ে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা নিজেদের যাত্রা শুরু করেন। উল্লেখ্য, প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধি করা, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে । এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে তথ্যগত সহযোগিতার পাশাপাশি দেশটিতে বাংলাদেশি কমিউনিটির শক্তি বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে এ সংগঠন।

Facebook Comments Box

Posted ৪:৪৯ এএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।