| মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার বাদ এশা ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদে তসবি-তাহলিম ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারি রুহ উল্ল্যাহ। দল মত নির্বিশেষে সব শ্রেণির লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৩১শে জানুয়ারী মঙ্গলবার চট্টগ্রামে হালিশহরের একটি হাসপাতালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। আব্দুল কাদের মিয়া তার মরহুম বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী সহ ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ২:০০ এএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।