রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফের জেল হেফাজতে পার্থ এবং অর্পিতা

  |   শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   113 বার পঠিত

ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে দু’‌জনকে প্রয়োজনে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ এবং অর্পিতাকে পেশ করা হয়। পার্থর আইনজীবী জামিনের আবেদন করেন। বিরোধিতা করেন ইডির আইনজীবী। উভয়পক্ষের যুক্তি, পাল্টা যুক্তি শুনে বিচারক পার্থকে জেল হেফাজতের নির্দেশ দেন। দু’‌জনকেই ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, পার্থর আইনজীবী জামিনের আবেদন করলেও অর্পিতার আইনজীবী জামিনের আবেদন করেননি। পার্থকে প্রেসিডেন্সিতে এবং অর্পিতাকে আলিপুর মহিলা সংশোধনাগারে রাখা হবে।
এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার প্রসঙ্গ তুলে তাঁর আইনজীবী জামিনের আর্জি করেন। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, হিমোগ্লোবিন কমে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। বেড়েছে ক্রিয়েটিনিন। শৌচাগারেও যেতে পারছেন না তিনি।


যদিও এই অসুস্থতার কথা মানতে নারাজ ইডি। ইডির তরফে সাফ জানানো হয়েছে, গ্রেপ্তারির আগেও তিনি নানাস্থানে যাচ্ছিলেন। অসুস্থ বোধ করলে জেলের সুপারকে বললেই তিনি ব্যবস্থা করবেন। উঠে এসেছে ভুবনেশ্বর এইমস–এর রিপোর্টের প্রসঙ্গও। ইডির বক্তব্য, জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, তদন্তে পার্থ–অর্পিতার ঘনিষ্ঠ যোগাযোগের একাধিক প্রামান্য তথ্য পেয়েছে ইডি। অর্পিতার এলআইসি পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার এসএমএস রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে। ইডির নজরে রয়েছে একগুচ্ছ ভুয়ো কোম্পানি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Facebook Comments Box

Posted ৫:৫৩ পিএম | শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।