| শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 16 বার পঠিত
ফিলিপিনসে বর্তমানে এক কেজি মাংসের চেয়েও বেশি দাম উঠছে সমপরিমাণ পেঁয়াজের! ইতিমধ্যেই সেখানে পেঁয়াজ হয়ে উঠেছে বি্লামী পণ্য।
পরিসংখ্যান বলছে, ফিলিপিনসে বর্তমানে পেঁয়াজের দাম সে দেশের দৈনিক ন্যূনতম মজুরির চেয়েও বেশি। জানা গিয়েছে, দেশে কোনো পেঁয়াজ মজুত নেই। সব রেস্তোরাঁতেই দেখা দিয়েছে পেঁয়াজ সঙ্কট।
প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০ পেসোতে। ডলারে যার মূল্য ১২.৮০। চলতি মাসে দাম কিছুটা কমলেও বিলাসি পণ্যের তালিকা থেকে নাম সরানো যায়নি পেঁয়াজের। আর এই দাম বৃদ্ধির কারণে পেঁয়াজকেই গয়না করে বিয়েতে পড়েছেন এক বিয়ের কনে। তাঁর দাবি, বিয়ের সাজে ফুল ব্যবহার করলে তা ফেলে দিতে হবে আর পেঁয়াজ তো পরেও ব্যবহার করা যাবে। এতে সাজ ও খরচ দুইই কমবে।
Posted ৩:০৯ এএম | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।