| রবিবার, ২১ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 111 বার পঠিত
মাদক-সংক্রান্ত এক মামলায় প্রেমিকের ১১ বছরের কারাদণ্ড হয়েছে। সেই প্রেমিককে কারাগারে দেখতে যান প্রেমিকা। সাক্ষাতের এক পর্যায়ে প্রেমিকের ঠোঁটে চুমু দেন প্রেমিকা। আর সেই চুমুতেই না ফেরার দেশে পাড়ি জমালেন প্রেমিক। আইনশৃঙ্খলাবাহিনী বলছে, ওই তরুণী পরিকল্পনা অনুযায়ী ছোট বেলুনে নিষিদ্ধ মাদক মেথামফেটামিন ভরে মুখের ভেতরে নেন। পরে চুম্বনের সময় তা প্রেমিকের মুখের ভেতরে দিয়ে দেন। আর এই চুম্বনই যেন কাল হয়ে দাঁড়ায় প্রেমিকের জন্য, ঢলে পড়েন মৃত্যুর কোলে।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির একটি কারাগারে। দেশটির দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেনেসির এক কারাগারে মেথামফেটামিন ভরা ছোট বেলুন মুখের ভেতর লুকিয়ে চুম্বনের মাধ্যমে কারাবন্দি প্রেমিককে দেয়ার অভিযোগ আনা হয়েছে এক নারীর বিরুদ্ধে। শুধু তাই নয়, চুম্বনের মাধ্যমে দেয়া মেথামফেটামিনের অতিরিক্ত মাত্রায় কারাবন্দি প্রেমিক মারা যাওয়ায় ওই নারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।
টেনেসির ডিপার্টমেন্ট অব কারেকশন বলেছে, রাজ্যের ডিকসন এলাকার ৩৩ বছর বয়সি র্যাচেল ডলার্ড নামের ওই নারীর বিরুদ্ধে শনিবার (২০ আগস্ট) সেকেন্ড-ডিগ্রি খুন এবং কারাগারে নিষিদ্ধ মাদক বহনের অভিযোগ আনা হয়েছে। তবে এই মামলায় ওই নারী কোনও আইনজীবী নিয়োগ দিয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ডিপার্টমেন্ট অব কারেকশনের তথ্য অনুযায়ী, মাদক-সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই নারীর প্রেমিক জোসুয়া ব্রাউনকে (৩০) ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যা আগামী ২০২৯ সালে শেষ হওয়ার কথা ছিল। প্রেমিক জোসুয়াকে দেখতে ১৯ ফেব্রুয়ারি টেনেসির টার্নি সেন্টার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যান র্যাচেল। এ সময় তিনি মুখের ভেতরে আধা আউন্স মেথামফেটামিন ভর্তি ছোট একটি বেলুন লুকিয়ে রাখেন। পরে চুম্বনের সময় ব্রাউনের মুখে সেই বেলুন দিয়ে দেন তিনি।
-এপি
Posted ৫:৩৮ পিএম | রবিবার, ২১ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।