শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রবৃদ্ধিতে ইউরোপ-আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে সৌদি আরব

  |   শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   127 বার পঠিত

প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে সৌদি আরব। জ্বালানি তেলের চড়া দামে ভর করে মধ্যপ্রাচ্যের দেশটি ২০২২ সাল শেষ করতে চলেছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে। খবর বিজনেস ইনসাইডারের।

গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে। মাত্র দুই বছর আগেও করোনাভাইরাস মহামারির মধ্যে দেশটির প্রবৃদ্ধির হার নেমে গিয়েছিল মাত্র ৩ দশমিক ৪ শতাংশে।

গত বুধবার আইএমএফ বলেছে, ব্যাপক ব্যবসায়িক সংস্কার, তেলের মূল্যবৃদ্ধি ও মহামারিজনিত মন্দার প্রভাব থেকে উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হওয়ায় এ বছর সম্ভবত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হতে চলেছে সৌদি আরব।

কিন্তু এ বছর সৌদির এমন দুর্দান্ত অর্থনৈতিক গতিশীলতার ধারেকাছে যাওয়ারও অবস্থা নেই যুক্তরাষ্ট্রের। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে এখনো মন্দার শঙ্কা বিরাজমান। মূল্যস্ফীতি ঠেকাতে হিমশিম খাচ্ছে তাদের কেন্দ্রীয় ব্যাংক।

 

আইএমএফের মতে, যুক্তরাষ্ট্রে ২০২২ সালে মূল্যস্ফীতির হার গড়ে ৬ দশমিক ৬ শতাংশ থাকতে পারে, যা আগামী বছরে পৌঁছানোরও আশঙ্কা রয়েছে।

সবশেষ পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, এ বছর যুত্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার বড়জোর ২ দশমিক ৩ শতাংশ হতে পারে, যা তাদের গত বছরের প্রবৃদ্ধির অর্ধেকেরও কম এবং সৌদি আরবের তুলনায় অনেক নিচে।

ইউরোপীয় দেশগুলোর অবস্থা তো আরও খারাপ। এনার্জি অ্যাসপেক্টসের এক বিশ্লেষকের মতে, ইউরোপে গভীর জ্বালানি সংকট বেশ কয়েকটি খাড়া অর্থনৈতিক সংকোচনের সূচনা করতে চলেছে।

গত বৃহস্পতিবারও ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের বেঞ্চমার্কের দাম বেড়েছে এবং তা বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

তীব্র দাবদাহ, রাশিয়ার গ্যাস প্রবাহে ঘাটতি এবং খরায় জার্মানির রাইন নদীর পানি শুকিয়ে যাওয়া মহাদেশটির অর্থনীতিতে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করেছে।

আর ঠিক সেই সময়ই ইতিহাসের বইয়ে প্রবৃদ্ধির বিশাল মাইলফলক লিখতে চলেছে সৌদি আরব।

Facebook Comments Box

Posted ৩:০৩ এএম | শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।