| শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 169 বার পঠিত
শনিবার বান্দ্রায় মুম্বাইয়ের বৈগ্রহিক প্রেক্ষাগৃহ ‘গেইটি গ্যালাক্সি’-তে হাজির ছিলেন গ্যাংস্টার বেধা ওরফে হৃত্বিক রোশন।এদিন ‘বিক্রম বেধা’র প্রথম গান ‘অ্যালকোহলিয়া’ মুক্তি পেল ধুমধাম করে। ভক্তরা যখন তাকে ঘিরে উল্লাসিত, স্মৃতিমেদুর হয়ে পড়লেন অভিনেতা। প্রথম যেবার নিজেকে তারকা বলে মনে হয়েছিল, সেদিনও এসেছিলেন এখানেই। শেয়ার করলেন সেই অনুভূতি।
নায়কের মনে পড়ে গেল ২০০০ সালের কথা। ‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তি পেয়েছিল গেইটি গ্যালাক্সিতেই। তাই এই স্থান তার কাছে বিশেষ। হৃত্বিকের কথায়, ‘২২ বছর আগে সেই প্রথম এখানে আসি। আমার প্রথম ছবি মুক্তির দিন। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক। যখন সিনেমা শেষ হলো, আলো জ্বলে উঠল, সবাই আমায় দেখতে পেলেন। সেই প্রথম বুঝলাম, দর্শকের ভালোবাসা পেতে কেমন লাগে। এ বছর আমার ২৫তম ছবি মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে ভেবে যে মাঝে এতটা পথ পেরিয়ে এসেছি। এখনো অ্যাকশন ছবি করছি, সংলাপ বলতে পারছি। নাচতে পারছি। আমার ধারণা, ২১ বছরের সেই আমি আজকের আমাকে নিয়ে গর্বিত।’
হৃত্বিক আরো জানান, ‘কহো না পেয়ার হ্যায়’-এর কাজ শুরু করার আগে, ডাক্তাররা তাকে সাবধান করেছিলেন। বলা হয়েছিল, স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। অ্যাকশন ছবি মোটেই করা যাবে না। নাচাও ঠিক নয়। আর কেরিয়ারে ঠিক সেগুলোই করে চলেছেন ‘ধুম ২’ অভিনেতা। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেধা’।
সূত্র : পিঙ্কভিলা
Posted ৫:৫৫ পিএম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।