৮০তম গোল্ডেন গ্লোবে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি’ ক্যাটাগরিতে মনোনীত হন সেলেনা। এটা তিনি পেয়েছিলেন বহুল প্রশংসিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য। সিরিজে ‘মাবেল মোরা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত পুরস্কার পাননি।
গোল্ডেন গ্লোবের আসরে প্রখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড ভ্যালেন্তিনোর পোশাকে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ। ছবি দেখেই বোঝা যাচ্ছিল, ওজন যথেষ্ট বেড়েছে গায়িকা-অভিনেত্রীর
সেলেনা গোমেজের জন্মদিনে
কেবল ওজন বাড়া নিয়েই সমালোচনা হয়েছে তা নয়, পোশাকটিতে সেলেনার ঊর্ধ্বাঙ্গের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে ছিল, যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা।
নানা সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেলেনা গোমেজ। তবে কড়া উত্তর নয়, ইনস্টাগ্রাম লাইভে বিষয়টি নিয়ে মজা করেছেন তিনি।
একই বিষয় নিয়ে একটি টিকটক ভিডিও পোস্ট করেন সেলেনা, যা ভক্তরা বেশ পছন্দ করেছেন।