মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাকিস্তানের ক্রিকেট আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

  |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)এলিট প্যানেলের সাবেক  আম্পায়ার পাকিস্তানের আসাদ রউফ মারা গেছেন।  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া  রউফের বয়স হয়েছিল ৬৬ বছর।
আম্পায়ার হিসেবে বিংশ শতাব্দির মাঝামাঝি অত্যন্ত গুরুত্বপুর্নদের একজন হিসেবে  রউফ আইসিসি এলিট প্যানেলের সদস্য ছিলেন।
আম্পায়ারিং ক্যারিয়ারে ৬৪টি টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন রউফ। টেস্টে ৪৯ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও ১৫টিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি।
পেশা হিসেবে আম্পায়ারিং বেছে নেওয়ার  আগে মিডল-অর্ডার ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করেন রউফ। পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক ও রেলওয়ের হয়ে ৭১ প্রথম শ্রেণির ও ৪০টি লিস্ট ‘এ’তে ম্যাচ খেলেন তিনি। প্রথম শ্রেনিতে ৩৪২৩ ও লিস্ট ‘এ’তে ৬১১ রান করেন রউফ। বল হাতে দুই ফরম্যাটের ক্রিকেটে যথাক্রমে ৩ ও ৯ উইকেট নেন তিনি।
নিরপেক্ষ আম্পায়ারের যুগের আগে পাকিস্তানি আম্পায়ারদের সুনাম বাড়ানোর পেছনে আলিম দারের পাশাপাশি অবদান রেখেছিলেন রউফও।
২০০৪ সাল থেকে ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন তিনি। ২০০৫ সালে প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করার এক বছর পরই আইসিসি এলিট প্যানেলে যুক্ত হন তিনি।
তবে ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম আসায়  এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে রউফকে বাদ দেয় আইসিসি।

Facebook Comments Box

Posted ৭:০০ পিএম | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।