মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাকিস্তানি ছবির প্রশংসা করলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

  |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   31 বার পঠিত

পাকিস্তানি ছবির প্রশংসা করলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

‘জয়ল্যান্ড’ সিনেমার পোস্টার

জয়ল্যান্ড’ সিনেমার পোস্টার

প্রিয়াঙ্কার এই বার্তার প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানিয়েছে ‘জয়ল্যান্ড’-এর অফিশিয়াল পেজ। এ ছাড়া ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কাকে।
৯৫তম অস্কারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে ২৪ জানুয়ারি। এর আগে ১৫টি ছবি নিয়ে প্রকাশ করা হয়েছিল মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা। ভোটের মাধ্যমে এই ছবিগুলো থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এখন চলছে সেই ভোট পর্বের কাজ। এই ভোট পর্বে অন্যান্য ছবির সঙ্গে স্ক্রিনিং করা হয় ‘জয়ল্যান্ড’ও। এই স্ক্রিনিং অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই তিনি এই ছবি দেখে প্রশংসা করেন।

‘জয়ল্যান্ড’ পরিচালক সায়িম সাদিকের প্রথম ছবি। এতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি ও সানিয়া সাইদ প্রমুখ। ছবির গল্প পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপরই শুরু হয় ঝামেলা। কারণ, এরপর এক হিজড়া নারীর প্রতি ভালোবাসা জন্মায় তার।

পাকিস্তানের প্রথম ছবি হিসেবে চলতি বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘জয়ল্যান্ড’। ছবিটি একই সঙ্গে কুইয়ার পাম ও আঁ সার্তে রিগা বিভাগ থেকে জুরি পুরস্কার জিতেছিল।

Facebook Comments Box

Posted ১:৩১ এএম | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।