| সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 109 বার পঠিত
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতিসক্রিয়তার বিরুদ্ধে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রস্তাব আনছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার।
আজ (সোমবার) এ সম্পর্কে ঘোষণা দেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘কেন্দ্রীয় সরকারের যেসমস্ত এজেন্সি আছে, যেমন- সিবিআই আছে, ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে। সম্প্রতি নির্বাচন কমিশনকেও ওরা কাজে লাগাচ্ছে। এসব এজেন্সি কাজে লাগিয়ে নানাভাবে যেখানে যেখানে বিরোধী সরকার আছে, সেই সরকারগুলোকে অপদস্থ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম বিধানসভায় প্রস্তাব আনছে।’
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচারের মতো মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং ‘সিবিআই’। সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে হানা দিয়ে ৫০ কোটি টাকার কাছাকাছি নগদ টাকা উদ্ধার করেছে ‘ইডি’।
গত (শনিবার) গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ১৮ কোটি টাকা। একের পর এক এসব ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে বিরোধীরা। ইতোমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল নামে তৃণমূলের দুই প্রভাবশালী নেতা গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভায় ওই ইস্যুতে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার।
সূত্র-পার্সটুডে
Posted ৬:১৩ পিএম | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।