| বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 113 বার পঠিত
বাংলাদেশের আকাশে মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালন করবেন ধর্মপ্রাণ মুলসলমানরা।
চাঁদ দেখা যাওয়ায় আজ (২২ফেব্রুয়ারি) থেকে শাবান মাস শুরু।
মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিষয়টি জানানো হয়।
আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। মুসলমানরা বিশেষ প্রার্থনা, পবিত্র কুরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিবসটি পালন করেন।
Posted ৭:১৭ এএম | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।