মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্কে শাহ জে. চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

  |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   17 বার পঠিত

নিউইয়র্কে শাহ জে. চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বিশিষ্ট সংস্কৃতজন বাংলা চ্যানেল ও রূপসী বাংলার প্রেসিডেন্ট এবং শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ জে. চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের চতুর্থ মৃত্যুবাষিকী ছিলো গত ৫ ফেব্রুয়ারি। পিতার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের মত এবারো গত ৬ ফেব্রুয়ারি দুপুরে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন শাহ জে. চৌধুরী।


দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটসের মোহাম্মদিয়া সেন্টারের ইমাম মাওলানা কাজী কাইয়্যূম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহ জে. চৌধুরী। তিনি অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আজকের এই দিনে আমি আমার পরম শ্রদ্ধেয় বাবাকে হারিয়েছি। অন্যান্যদের মত হয়ত আমিও বাবা বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারিনি তিনি যে আমার ছায়া ছিলেন। সারাক্ষণ তিনি যে আমাকে বুকে আগলে রাখতেন। এখনো যাদের বাবা- মা বেঁচে আছেন তারা সৌভাগ্যবান। তিনি তার বাবা এবং যারা বাবা- মা হারিয়েছেন তাদের সবার জন্য দোয়ার আহবান জানান। দোয়া মাহফিলে কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক ‘দেশ’ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক এন্ড সন্সের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, কম্যুনিটি এক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, জেবিবিএ’র আরেক অংশের বর্তমান সভাপতি এবং ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, সাবেক সভাপতি এবং গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেবিবিএ’র বর্তমান সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেবিবিএ’র ভাইস প্রেসিডেন্ট মনসুর চৌধুরী, বাবু খান, মোহাম্মদ আলম রনি, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, বিশিষ্ট রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজী, মামা’স রেস্টুরেন্টের অন্যতম স্বত্ত্বাধীকারি লিটু চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. তৌহিদ শিবলী, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক জে. মোল্লা সানি, লিবার্টি রেন্যুভেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদ, মোহাম্মদ তোলন, মোহাম্মদ শফি, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ান হক,মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, জাকির হোসেন বাচ্চু, পত্রবধূ হোসনে আরা চৌধুরী প্রমুখ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।


উল্লেখ্য,২০১৯ সালের এ দিনে তিনি বাংলাদেশে তার নিজের বাড়িতে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে যান।

Facebook Comments Box

Posted ৩:২০ এএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।