শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নবজাতকের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার

  |   বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   32 বার পঠিত

নবজাতকের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও প্রতারণার অভিযোগে করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ। গ্রেপ্তার দুই চিকিৎসক হলেন- শাহজাদী ও মুন্না। বুধবার রাতে হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ’সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে। মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বুধবার সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে নবজাতক সন্তানও।

তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা। প্রসব ব্যথা ওঠায় ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। তখন সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন।

আঁখির স্বামী ইয়াকুব আলী বলেন, ’স্ত্রীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করা হয়। তখনও সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন। পরে জানতে পেরেছি ডা. সংযুক্তা সাহা ছিলেন না এবং তারা রোগীর কোনো রকম চেক-আপ ছাড়াই ডেলিভারির কাজ শুরু করে দেন। তাদের এমন অবহেলায় এমন ঘটনা ঘটেছে।’

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।