| শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 108 বার পঠিত
এশীয় নেতাদের উদ্দেশে বিশ্বব্যবস্থায় ‘পরিবর্তন আনার’ আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে শুক্রবার পশ্চিমা প্রভাবের বাইরে কিছু করার ইঙ্গিত দিয়ে শি চিনপিং বলেন, সময় এসেছে আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন আকার দেওয়ার।
এসসিও সম্মেলনে সদস্য রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের রাষ্ট্র বা সরকারপ্রধানরা যোগ দিয়েছেন। এ ছাড়াও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান অংশ নিয়েছেন এতে।
বিশ্বের বৃহত্তম পঞ্চশক্তির একটি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মন্তব্য করেন আরো ন্যায্য এবং যুক্তিসংগত একটি বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিতে বিশ্ব নেতাদের একত্রে কাজ করা উচিত।
এ সম্মেলনটিকে ধরা হচ্ছে পশ্চিমাকেন্দ্রিক হিসেবে পরিচিত বিশ্বব্যবস্থার বিকল্প হিসেবে। চীনের ঐতিহ্যগত মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে পশ্চিমের বাইরে অন্যান্য দেশের প্রভাব বৃদ্ধির চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধের অবসান চান এরদোয়ান
শুক্রবার সম্মেলনে দেওয়া বক্তব্যে ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেন যুদ্ধের অবসান চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে অনেক দিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। চেষ্টা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও পুতিনকে সামনাসামনি আলোচনার টেবিলে নিয়ে আসতে।
এরদোয়ান বলেন, যুদ্ধের ইতি টানতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খাদ্যশস্য প্রশ্নে পুতিনের উদ্বেগ নিয়েও তিনি আলোচনা করেন এ সময়।
পুতিনের আশঙ্কা, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তির আওতায় যে শস্য ইউক্রেনের বন্দর ছেড়েছে, তার যথেষ্ট পরিমাণ উন্নয়নশীল দেশগুলোয় পৌঁছাচ্ছে না।
এরদোয়ান এ প্রসঙ্গে বলেন, ‘যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে খাদ্য পৌঁছাতে আমরা আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’
দিনের শেষ ভাগে এসসিও সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এরদোয়ান। বর্তমানে ন্যাটো সদস্য তুরস্ক একদিকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির চেষ্টা করছে।
এরদোয়ানের দাবি, রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপক নির্ভরতার কারণে তুরস্কের জন্য এই ‘ভারসাম্যমূলক’ অবস্থান বজায় রাখা জরুরি।
এখন যুদ্ধের সময় নয় : মোদি
শুক্রবার সম্মেলনের ফাঁকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বৈঠকের শুরুতে পুতিনকে বলেন, ‘আমি জানি আজকের এ সময় যুদ্ধের সময় নয়। ’
স্নায়ুযুদ্ধের সময় থেকেই নতুন দিল্লি ও মস্কোর সুসম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বিষয়েও সরাসরি রাশিয়ার নিন্দা জানায়নি ভারত।
পুতিনের সঙ্গে বৈঠকে মোদি ‘গণতন্ত্র ও কূটনীতি এবং সংলাপের’ গুরুত্ব তুলে ধরেন। মোদি আরো বলেন, কিভাবে শান্তির পথে এগোনো যায় তা নিয়ে আলোচনা করবেন তাঁরা। সূত্র : এএফপি
Posted ৭:০৩ পিএম | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।