ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কমল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার রাজবাড়ী হাট এলাকার মোহাম্মদপুর জালমাছকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমল নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ী হাট এলাকার মোহাম্মদপুর গ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে গিয়েছিলেন কমল। দুপুর ১টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কমল। বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর ররমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১১:২৯ এএম | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।