| সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহারের ঘটনাকে ‘ধর্মবাদী রাজনীতির কাছে সরকারের আত্মসমর্পণ’ বলে অবহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
গতকাল রবিবার ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামসহ বিভিন্ন ধর্মবাদী দল ও ব্যক্তি খুবই পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যবইয়ের ওপরে দীর্ঘদিন ধরে আক্রমণ চালিয়ে আসছে। এর আগেও ২০১৭ সালে হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক পরিবর্তন সাধন করা হয়। এবার জামায়াতসহ ধর্মবাদী দলসমূহের এই চক্রান্তের সঙ্গে বিএনপিও যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে ভিপি নুরের গণ অধিকার পরিষদসহ বিএনপির সাম্প্রতিক আন্দোলনের সহযোগীরা।
বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনক যে, এ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রগতিশীল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠনসমূহ—দু-একটি ব্যতিক্রম বাদে—সবাই নিশ্চুপ। এমনিতেই সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মবাদীদের আক্রমণ দেশের প্রগতি অগ্রগতির ক্ষেত্রে এক নিদারুণ স্থবিরতা সৃষ্টি করেছে। এখন শিক্ষার ক্ষেত্রও ক্রমশ তাদের অধীনে চলে যাচ্ছে।’ ওয়ার্কার্স পার্টি বিবৃতিতে এ বিষয়ে শিক্ষামন্ত্রী, এনসিটিবি ও শিক্ষা কর্তৃপক্ষের যথাযথ ব্যাখ্যা দাবি করেছে। বিবৃতিতে সব গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে এহেন হীন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
Posted ১২:০৮ এএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।