সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র-কানাডার ৩৫ থিয়েটারে ‘হাওয়া’

  |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   183 বার পঠিত

দেশে সাফল্যের ঝড় তুলে বিদেশেও সাড়া ফেলেছে ‘হাওয়া’। এর মধ্যে তো যুক্তরাষ্ট্র ও কানাডায় দ্বিতীয় সপ্তাহে রেকর্ড ৩৫টি থিয়েটারে চলছে এই সিনেমা। প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে এই অর্জন ‘হাওয়া’র।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে প্রদর্শনী শুরু হয় ‘হাওয়া’র। প্রদর্শনীর দ্বিতীয় সপ্তাহে এসে ১১টি স্টেটের ২২টি থিয়েটারে চলছে ‘হাওয়া’।

স্টেটগুলো হলো নিউইয়র্ক, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, ম্যাসাচুসেটস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া এবং অরিগন।

অন্যদিকে কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট ও ল্যান্ডমার্কের চেইনে সাতটি প্রদেশ অন্টারিও, কুইবেক, ম্যানিটোবা, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, সাসকাচুন, নোভাস্কোশিয়ার ১৩টি থিয়েটারে প্রদর্শনী হচ্ছে ‘হাওয়া’র।

এর আগে প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি এবং যুক্তরাষ্ট্রের ৭৩টিতে ‘হাওয়া’র প্রদর্শনী হয়। মুক্তির প্রথম চারদিনে বা উইকেন্ডে বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। বক্স অফিস কমস্কোরের ইউএস টপচার্টে ২৭ নম্বরে এসেছে ‘হাওয়া’।

গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি এরইমধ্যে ব্লকবাস্টারের পথে ছুটছে।

এর মধ্যে ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। নানা চরিত্রে দর্শকদের মোহাবিষ্ট করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ারসহ অন্যরা।

Facebook Comments Box

Posted ৬:০০ পিএম | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

Update on TPS for Haiti
(390 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।