| সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 52 বার পঠিত
আজ, সোমবার দ্বিতীয়বার ডি লিট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট সম্মানে ভূষিত করেছিলেন। এবার সেই সম্মান তুলে দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মমতা ব্যানার্জিকে এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে।
আজ জেভিয়ার্সের সমস্ত পড়ুয়াকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। আজ তিনি বলেন, সবার আগে ভাল মানুষ হয়ে উঠতে হবে। ডিগ্রি, শিক্ষা সব নয়, যদি না ভাল মানুষ হয়ে ওঠা যায়। তিনি জেভিয়ার্স কলেজ, বিশ্ববিদ্যালয়কে ভালবাসেন বলেও জানান নিজের বক্তব্যে। তিনি বলেন, আমরা আমাদের পরিবার, বাবা-মা, শিক্ষক এবং শিক্ষা ভুলে যেতে পারি না। নিজের এই সম্মান তিনি উৎসর্গ করেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। বলেন, আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। রবি ঠাকুরের ‘চিত্ত যেথা ভয় শূন্য’ কবিতার কয়েকটি পংক্তিও বলেন।
Posted ৯:১৫ এএম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।