মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তৃণমূল বিধায়ক অজিতকে ‘চোর’ বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, পাল্টা জবাব অজিতের

  |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   122 বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো–অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতিকে ‘চোর’ বলে কটাক্ষ করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি।

একইসঙ্গে অজিত মাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে উল্লেখ করে তাকেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (কেষ্ট) কাছে পাঠানো অর্থাৎ জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, তৃণমূল নেতা অজিত মাইতি বিজেপি নেতা দিলীপ ঘোষকে ‘কুকথার জনক’ বলে কটাক্ষ   করেছেন।

আজ (রোববার) এভাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তৃণমূল নেতা অজিত মাইতির পাল্টাপাল্টি মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোলের সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষ এমপি আজ বলেন, ‘তৃণমূলের এমন ওঁচা নেতা  মেদিনীপুরের, আমাদের মেদিনীপুরের বদনাম হয়ে যাচ্ছে। লোকে মেদিনীপুরের লোকেদের শিক্ষিত, বুদ্ধিমান বলে মনে করে। কিন্তু অজিত মাইতির মতো লোক এখনাকার নেতা হয়েছে, দেখলেই ‘চোর’-‘চোর’ মনে হয় চেহারা। সে কাটমানি ছাড়া কিছু বোঝেও না। এই মালটা কত  টাকা নিয়েছে জেলা পরিষদে চাকরি দেবে বলে, সেসব তথ্য আমার কাছে আছে। দরকার হলে তাকে একবার ঢোকাবো,  (জেলে) কেষ্টর কাছে (অনুব্রত মণ্ডল) পাঠাবো।’  তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে ‘কেষ্ট’ বর্তমানে গরু পাচার মামলায় জেলে রয়েছেন।

অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা জবাবে তৃণমূল বিধায়ক অজিত মাইতি আজ বলেন, ‘বাংলায় যদি কুকথার জনক কেউ থাকে তার নাম দিলীপ ঘোষ। শিয়ালের যেমন হুক্কাহুয়া শব্দ বেরিয়ে পড়েছিল, দিলীপ ঘোষের অবস্থা তাই হয়েছে। হুক্কাহুয়া বেরিয়ে যাচ্ছে। আসলে ওকে সর্বভারতীয় সহসভাপতি করে রাখুক, এমপি করে রাখুক কিন্তু ও যে আসলে খারাপ কথা বলার লোক, অশ্লীল কথা বলার লোক, ও যে নিজে অসৎ সেগুলো সব বেরিয়ে পড়ছে। সেজন্য অন্যের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। ওর মত সিংহের চামড়া গায়ে দিয়ে শেয়াল, সিংহ সেজে আমি ঘুরে বেড়াই না।’

সম্প্রতি তৃণমূল কংগ্রেস কর্মীদের বুকে পা তুলে দেবেন বলে হুমকি দিয়েছিলেন মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষ। বিজেপির  সর্বভারতীয় সহ–সভাপতির ওই মন্তব্যে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এনিয়ে পাল্টা সমালোচনাও শুরু হয়। সম্প্রতি বেলদার রাস্তায় বেরিয়ে ‘গো–ব্যাক’ স্লোগান থেকে ‘চোর’  শব্দ শুনতে হয় মেদিনীপুরের এমপি দিলীপ বাবুকে। এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হওয়ায় দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারিতে তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায়! বুকে পা তুলে দেবো।’

পাল্টা জবাবে তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, ‘হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে।’  ওই ইস্যুতে বিতর্ক ও শোরগোল শেষ না হতেই ফের উভয় নেতার পাল্টাপাল্টি বিরূপ মন্তব্য প্রকাশ্যে এলো।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।