| শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 110 বার পঠিত
মেরু অঞ্চলে বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি. তাপপ্রবাহর মতো ঘটনা বৈশ্বিক উষ্ণায়নের ধাক্কা আমাদের হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের বিশাল ভূমিকা রয়েছে। আমাদের বায়ুমণ্ডলে যত বেশি কার্বন ডাইঅক্সাইড থাকবে, জলবায়ুও তত উষ্ণ হবে। বেড়ে চলা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেগুলো সিওটু শুষে নেয়। তাই বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শুষে নেওয়ার প্রচেষ্টাও দেখা যাচ্ছে। ভারতের এক কোম্পানি ড্রোনের মাধ্যমে এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। ‘সিডকপ্টার’ নামের কোম্পানি উদ্ভাবনী বনায়ন প্রযুক্তি প্রয়োগ করতে আগ্রহী। কোম্পানির মানববিহীন ড্রোন আকাশ থেকেই বৃক্ষরোপণ করতে পারে।
সিডকপ্টারের সর্বশেষ প্রকল্পের নাম ‘হরা বাহারা’। এর আওতায় ২০৩০ সালের মধ্যে ভারতে ১০০ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য স্থির করা হয়েছে। সিডকপ্টারের প্রযুক্তির পেছনে এক স্টার্টআপ কোম্পানির অবদান রয়েছে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা সুরজ পেড্ডি বলেন, বিগত কয়েক বছর ধরে কার্বন নির্গমনের ওপর নজর দিলে দেখবেন, গত দশকে কী মাত্রায় সেটা বেড়ে গেছে। অদূর ভবিষ্যতেও একই হারে বাড়বে বলে আমার বিশ্বাস। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমান মাত্রার প্রযুক্তির প্রয়োজন। ইউএভি সিডিং সেটা সম্ভব করার অন্যতম উপায়।’
তিনি জানান, প্রতিটি ড্রোন ১০ কিলো পর্যন্ত বীজের গোলক বহন করে, যার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার বীজ থাকে। নির্দিষ্ট এলাকার ওপর সেটি উড়তে উড়তে মাটির ওপর গোলকগুলো নিক্ষেপ করে।
সিডকপ্টারের প্রযুক্তি বিশাল মাত্রায় বৃক্ষরোপণ সম্ভব করে। মানুষের তুলনায় ড্রোন অনেক বেশি বীজ বপন করতে পারে। একটি ড্রোন দিনে ১০ হেক্টরের বেশি জমির ওপর কাজ করতে পারে, যা ৪০ জন মানুষের পরিশ্রমের সমান। আরেকটি সুবিধা হলো, মানুষের জন্য চরম দুর্গম জায়গায়ও ড্রোন পৌঁছতে পারে। সুরজ পেড্ডি বলেন, মানুষ অনেক জায়গায় পৌঁছতে পারে না। সিডকপ্টার মানুষের ধরাছোঁয়ার বাইরের সেসব এলাকায় সহজেই পৌঁছে যেতে পারে।’
প্রকল্পের ম্যানেজার শাহিল স্বরূপ বলেন, ‘১৪টি সক্রিয় জেলার ৯০০ অরণ্যে প্রভাব বিস্তার করে পরিবর্তন আনাই মূল আইডিয়া। গ্রামপর্যায়ে প্রান্তিক মানুষের উন্নতি এবং বনায়ন এই প্রকল্পের প্রধান লক্ষ্য।’
Posted ৬:০৩ পিএম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।