| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 93 বার পঠিত
বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীর চর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে আরও সচেতন হতে হবে।
ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে এক ডায়াবেটিস স্ক্রিনিং কর্মসূচি উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ডেনমার্ক ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বিশ্ব ডায়বেটিস ফোরামের তথ্য উপস্থাপন করে বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ ডায়াবেটিস রোগী আছেন, যা ২০৪৫ সালের মধ্যে প্রায় ২ কোটি ২ লাখে পৌঁছাবে। এটি আমাদের জন্য খুবই আশঙ্কাজনক খবর। তবে আরও ভয়াবহ বিষয় হলো ডায়াবেটিস আক্রান্তদের বেশির ভাগই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে।
মোহাম্মদ ইউসুফ আরও বলেন, দেশি বিদেশি প্রতিষ্ঠানের প্রচেষ্টায় বর্তমানে ডায়বেটিস চিকিৎসার মানসম্পন্ন ওষুধ বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তিনি চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করেন।
নভো নরডিস্কের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক রাজর্ষী দে সরকার বলেন, নভো নরডিস্ক ইনসুলিন পেনফিল এখন থেকে বাংলাদেশেই উৎপাদন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধিদপ্তরের পরিচালক আইয়ুব হোসেন, মো. আসরাফ হোসেন, মো. সালাহউদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মো. আকতার হোসেন ও মো. অজিউল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নভো নরডিস্কের ডিরেক্টর কাস্টমার এনগেজমেন্ট মেজবাউল গাফ্ফার, ডিরেক্টর সিএমআরকিউ হাসান মো. মইনুল ইসলাম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার শফিকুল ইসলাম ও পিভি অ্যান্ড রেগুলেটরি ম্যানেজার উদ্দীপন আজিজ।
Posted ১:৪০ এএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।