| সোমবার, ২৯ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 109 বার পঠিত
মার্কিন গণমাধ্যম জানায়, রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে ডেট্রয়েট শহরে আলাদা জায়গা থেকে মোট চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তিন জনই মারা যায়। এরপর বিকেলে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে গুলির ঘটনা ঘটেছে টেক্সাসের হিউস্টোন শহরেও।
পুলিশ জানায়, রোববার (২৮ আগস্ট) এক ব্যক্তি একটি ভবনে আগুন ধরিয়ে দেয় এরপর ছুটতে থাকা মানুষদের উপর অতর্কিত গুলি চালালে তিন জন নিহত ও তিন জন আহত হয়। এ ঘটনায় সন্দেহভাজনও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বিনোদন জেলায় শনিবার (২৭ আগস্ট) ভোরে ডাচ সেনাদের হোটেলের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন ডাচ সেনা আহত হয়েছেন।
ইন্ডিয়ানা পুলিশের মতে, তিন ভুক্তভোগী ও অন্য কোনো ব্যক্তির মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়েছিল।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আহত সেনাদের পরিবারকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইন্ডিয়ানা পুলিশ এই গোলাগুলির ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
Posted ৭:০৩ পিএম | সোমবার, ২৯ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।