| সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 126 বার পঠিত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার ৬.৬ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।
সূত্র মতে, সিচুয়ান প্রদেশের কাঙডিঙ নগরী থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র-বাসস
Posted ৬:১৯ পিএম | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।