| মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ জানুয়ারি বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এদিন মুক্তি পাবে তার স্পাই থ্রিলার সিনেমা ’পাঠান’। ছবিটি দিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ।
১০ জানুয়ারি ট্রেলার মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে সিদ্ধান্ত আনন্দ পরিচালিত সিনেমা ‘পাঠান’। ট্রেলারে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকনকে দেখা গেছে রুদ্ধশ্বাস সব অ্যাকশন দৃশ্যে। দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কোরিয়োগ্রাফি আর দারুন সব অভিনয়শিল্পীদের নিয়ে ঝড় তুলবে ছবিটি মনে করছেন অনেক ভক্ত।
এরই মধ্যে হলের ঝড় তুলতে সব প্রস্তুতি সেরে ফেলেছে ’পাঠান’। ছবিটি রেকর্ডসংখ্যক হলে মুক্তি পাবে বলে জানা গেছে। পাঠান যদি হিট হয় তবে সেটি হবে ৩ হাজার ১৫ দিন পর শাহরুখের কোনো হিট সিনেমা। এর আগে মুক্তি পাওয়া ’জিরো’ ছিল ফ্লপ ছবি। ’জব হ্যারি মেট সেজাল’, ‘ফ্যান’ও সেভাবে ব্যবসা করতে পারেনি। সবশেষ শাহরুখ খানের ’হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি হিট হয়।
বছরটি শুরু হবে ‘পাঠান’ দিয়ে, এরপর শাহরুখের আরও দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে- ‘জওয়ান’ ও ’ডানকি’। দুই ছবির পরিচালক অ্যাট লি ও রাজকুমার হিরানি। তবে ছবি দু’টির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
Posted ৯:০৭ এএম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।