| শুক্রবার, ২২ জুলাই ২০২২ | প্রিন্ট | 142 বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ ও পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্য শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ দিন আগে ছাত্রী নিপীড়নের ওই ঘটনায় পাঁচ জন জড়িত ছিল। তাদের দুইজনকে শনাক্ত করা হয়েছে। দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুক্তভোগী মেয়েটি আমাদের যে তথ্য দিয়েছিল, সেখানে কিছু বিভ্রান্তিকর তথ্য থাকায় তদন্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘটনার সাথে যুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”
দুজনকে শনাক্ত করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্টদের ধরতে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি।”
Posted ১২:১২ পিএম | শুক্রবার, ২২ জুলাই ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।