| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 13 বার পঠিত
ঢাকার গুলশানের নিকেতন এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন-গোপাল মল্লিক (২৯) ও মো. মিজানুর রহমান মিজান (২০)।
আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানান।
তিনি বলেন, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ছয়তলা বাড়িটির পঞ্চম তলার ওই বাসায় গিয়ে আগুন নির্বাপণ করেন। দগ্ধ ২ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সকাল ৬টা ৫৩ মিনিটে আগুন নির্বাপণ হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে মিজানুরের শরীরে কম দগ্ধ হয়েছে।
গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন।
Posted ৬:৩৪ এএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।