| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 12 বার পঠিত
নিজেদের নিয়ন্ত্রণে নিতে বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের বাখমুত শহরের খ্রোমোভ গ্রামের একটি সংযোগ সেতু বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী।
শুক্রবা দোনেতস্ক অঞ্চলের পুলিশের বরাতে সিএনএন এ খবর প্রকাশ করেছে।
কনস্তান্তিনিভকা শহরের পুলিশ জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থায় সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যাচ্ছে, শিগগিরই এটি মেরামত করা হবে। তিনি জানান, বাখমুত শহর ও খ্রোমোভ গ্রামের এটি একমাত্র সংযোগ সেতু। জনসাধারণে চলাচল ও যুদ্ধের গোলাবারুদ সরবরাহের জন্য এই সেতু ব্যবহার হয়ে থাকে।
সেতুটি বাখমুত থেকে চাসিভ ইয়ার শহরেরও শেষ প্রধান সরবরাহ পথ। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী এখনও ময়লা রাস্তা ও মাঠের মাধ্যমে শহরে প্রবেশ করতে পারে।
রাশিয়ান বাহিনী বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা শহরটি এখনও ধরে রেখেছে। সেখান থেকে তারা পিছু হটার পরিকল্পনা করছে না।
Posted ১১:০৮ এএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।