মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার বলি ২

  |   শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   138 বার পঠিত

ধীরে ধীরে বাগে আসছে করোনা (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫২ জন। যা আগের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে করোনার বলি ২। সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ।

রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যারা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৫৮ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথমস্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে সংক্রমিত ৪৬ জন। এছাড়াও অন্যান্য জেলা থেকেও মিলেছে সংক্রমিতের হদিশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৫ হাজার ৭৮৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ জনের। তাঁদের মধ্যে কলকাতা ও হাওড়ার একজন করে। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৫১ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থতায় কমেছে কিছুটা। একদিনে করোনাকে জয় করেছেন ৩৯৪ জন। আগেরদিন এই সংখ্যাটি ছিল ৪০৭। এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন মোট ২০ লক্ষ ৮১ হাজার ১০০ জন। সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ।

করোনা যাতে বিরাটাকার ধারণ করতে না পারে তাই ফের টেস্টিংয়ের উপর দেওয়া হচ্ছে বিশেষ জোর। এদিন ৯ হাজার ৩২৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৬, ২৩৫, ৯৩৩ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি হার ২.৭০ শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ১, ৪১, ৮৩৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে সামান্য উদাসীনতাও বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন তাঁরা। তাই ভিড়ে ঠাসা এলাকায় গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। ঘন ঘন ব্যবহার করতে হবে স্যানিটাইজারও।

Facebook Comments Box

Posted ৩:১৬ এএম | শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।