| শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ ফেব্রুয়ারি) খুলনায় ’বিভাগীয় সমাবেশ’ করবে বিএনপি। অন্যদিকে, একই সময়ে শান্তি সমাবেশ আহ্বান করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। দুই দলের নেতাদের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
দুপুর ২টায় বিএনপির বিভাগীয় সমাবেশ হবে হাদিস পার্ক সংলগ্ন কেসিসি মার্কেটের সামনে। অন্যদিকে, আওয়ামী লীগের সমাবেশ হবে নগরীর শিববাড়ি মোড়ে। দুটি স্থানের দূরত্ব প্রায় ১,৬ কিলোমিটার।
একই দিনে ও একই সময়ে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের কথা চিন্তা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘পোশাকধারী পুলিশের একাধিক ইউনিট ও সাদা পোশাকে গোয়ন্দারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস। এছাড়া বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।
ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরে এ সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। গণমিছিল, গণ-অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এটি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি।
Posted ৫:০৫ এএম | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।