| শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 16 বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহবুব আল আমিন ডিউ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে বগুড়া গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি আরও জানান, মাহবুব আল আমিন ডিউয়ের মৃত্যুর খবর বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলের নেতারা তাকে দেখতে গেছেন।
এদিকে, মাহবুব আল আমিন ডিউয়ের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন।
Posted ১২:১৫ এএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।