| মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 50 বার পঠিত
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তিন বাংলাদেশি নাগরিককে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে দেশটির নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
আটক তিন বাংলাদেশি নাগরিকরা হলেন- শফিকুল ইসলাম, মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ ফিরোজ আলম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ লাখ রুপি।
জানা যায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশের প্লেনে কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি। বিমানবন্দরে ব্যাগ পরীক্ষার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তারা ব্যাগের ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পান। পরে তল্লাশি করে তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৩০ হাজার মার্কিন ডলার।
এরপর শফিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আরও দুজনের খোঁজ পায় সিআইএসএফ। বিমানবন্দর থেকে তাদের দু’জনকেও আটক করা হয়। তাদের কাছ থেকে তল্লাশি করে মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিনের পরিহিত জ্যাকেট থেকে উদ্ধার করা হয় প্রায় ১৯ হাজার কানাডিয়ান ডলার। অন্যদিকে, মোহাম্মদ ফিরোজ আলমের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার।
এরপর তিনজনকেই এয়ারপোর্টের কাস্টসম দপ্তরের হাতে তুলে দেয় সিআইএসএফ। কী কারনে এত বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Posted ২:৩৭ পিএম | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।