| মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ | প্রিন্ট | 182 বার পঠিত
ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার কোনো খেলোয়াড় এবারের উইম্বলডনে খেলতে পারবেন না। রাশিয়াকে সমর্থন করায় বেলারুশিয়ান খেলোয়াড়দেরও একই নিষেধাজ্ঞা দিয়েছে উইম্বলডন। এটি মহিলা টেনিস অ্যাসোসিয়েশন এবং টেনিস পেশাদারদের অ্যাসোসিয়েশন দ্বারা গৃহীত হয়নি। এ কারণে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এবং লন টেনিস অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়েছে।
মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। লন টেনিস অ্যাসোসিয়েশন (LTA) কে ৮৫০,০০০ পাউন্ড এবং অল ইংল্যান্ড ক্লাবকে ২৫০,০০০ পাউন্ড জরিমানা করা হয়। এছাড়া এবারের উইম্বলডনে কোনো র্যাঙ্কিং পয়েন্ট দেওয়া হবে না বলে জানিয়েছে ডব্লিউটিএ এবং এটিপি ট্যুর।
এদিকে, অল ইংল্যান্ড ক্লাব ডব্লিউটিএ জরিমানার বিরুদ্ধে আপিল করেছে। অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন সোমবার (৪ জুলাই) বলেছেন, এটা আইনি প্রক্রিয়ার বিষয়। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে, জরিমানা নিয়ে আমরা গভীরভাবে হতাশ।
Posted ২:২৬ পিএম | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।