মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক কোন সমীকরণ সম্ভব নয়: প্রেসিডেন্ট রায়িসি

  |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   111 বার পঠিত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে ইরান বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তেহরানকে বাদ দিয়ে আঞ্চলিক কোনো সমীকরণ সম্ভব নয়।

আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সি বা ওএএনএ’র ১৮তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, “সমস্ত নিষেধাজ্ঞা এবং হুমকি সত্বেও আমরা যেকোনো সময়ের চেয়ে এখন শক্তিশালী এবং ক্ষমতার একটি পর্যায়ে অবস্থান করছি।”

সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার শক্তি দিন দিন কমে আসছে। তিনি আরো বলেন, একাধিপত্যবাদের যুগের অবসান হয়েছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে; বিশ্বে নতুন শক্তিধর রাষ্ট্রের উদয় হচ্ছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমের জোট গঠন করার ওপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, যেসব দেশ পশ্চিমা সংস্কৃতির প্রভাব ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে লড়াই করছে সে সব দেশকে টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইরানি প্রেসিডেন্ট বলেন, সভ্যতার পরিচয় এবং জনগণের সম্পদ রক্ষার কাজ করবে এই ধরনের প্লাটফর্ম জরুরি।

প্রেসিডেন্ট রায়িসি সতর্ক করে বলেন, বলদর্পী শক্তিগুলো তাদের নিজেদের ধ্যান-ধারণা বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে স্বাধীন মিডিয়াগুলো প্রতিরোধকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে।

Facebook Comments Box

Posted ৬:৫৬ পিএম | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।