| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী সমাবেশকে সামনে রেখে পাঞ্জাব সরকার আজ রোববার লাহোরে আবারও ১৪৪ ধারা জারি করেছে। গতকাল শনিবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।
১৪৪ ধারা জারির পর নির্বাচন সম্পর্কিত সমাবেশ স্থগিত করেছেন ইমরান খান। এর আগে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার প্রদেশের রাজধানীতে যে কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু টুইট করেছেন ইমরান খান। তিনি বলেন, শুধু পিটিআইয়ের নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ করতেই ফের অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কারণ লাহোরে অন্য সব কার্যক্রম চলমান।
নির্বাচনী সূচি ঘোষণার পরেও কীভাবে প্রদেশের রাজধানীতে জরুরি অবস্থা জারি করা যায়, সে প্রশ্নও করেন তিনি।
পিটিআই প্রধান কর্মীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে আগামীকাল পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেন ইমরান খান।
Posted ২:২৭ পিএম | রবিবার, ১২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।