শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

  |   বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   20 বার পঠিত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

এবার মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এতে সেখানে অন্তত চারজন মারা গেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল জয়াপুরা শহর থেকে এক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।

জায়াপুরা সংস্থার প্রধান আসেপ খালিদ এক বিবৃতিতে জানান, একটি ক্যাফে ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন।

এএফপির এক ছবিতে দেখা যায় ওয়াটারফ্রন্ট ক্যাফেটির ছাদ ভেঙে পানিতে ভাসছে। লোকজন এর ওপর দাঁড়িয়ে আছে। এর ভেতরে কিছু লোক আটকা পড়েছেন বলে জানা গেছে।

জায়াপুরার বাসিন্দারা বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন লোকজন নিরাপত্তার জন্য বাড়িঘর ও দোকানপাট থেকে বেরিয়ে আসছিলেন।

আবহাওয়া সংস্থা সম্ভাব্য আফটারশকের সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের সময় একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার চেষ্টায় ছিলেন ৩০ বছর বয়সী বাসিন্দা পুত্রি কুরিতা। ভবনটি ভেঙে পড়ার শঙ্কায় ছিলেন তিনি। এই বাসিন্দা বলেন, আমি দুপুরের খাবার খাচ্ছিলাম। হঠাৎ সব কিছুতে ঝাঁকুনি শুরু হয়। ধীরে ধীরে তা আরও শক্তিশালী হতে থাকে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা নির্ণয় করেছে ৫ দশমিক ৫।

ইন্দোনেশিয়ায় ঘনঘন ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে। দেশটির অবস্থান প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর, যেখানে টেকটোনিক প্লেট পরস্পর মিলিত হয়েছে।

জানুয়ারি থেকে এই পর্যন্ত এই অঞ্চলে হাজারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারের ভূমিকম্প এসবের একটি।

Facebook Comments Box

Posted ৩:২৫ পিএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।